লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • অনলাইন
  • শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ ০৪:১২:০০
  • কপি লিঙ্ক

লালমনিরহাটের রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনে কাটাপড়ে উত্তম কুমার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
হাতীবান্ধা উপজেলার উত্তর হলদিবাড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উত্তম কুমার উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদিবাড়ি গ্রামের বাড্ডু সাধুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার উত্তম কুমার রেললাইনের পাশে ভুট্টা ক্ষেত দেখে বাড়ি ফিরছিলেন। এসময় রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনেকাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি রেলওয়ে থানার অন্তর্গত।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য