বেলকুচিতে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

  • আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ:  
  • বুধবার, ২৫ আগস্ট ২০২১ ০১:১৪:০০
  • কপি লিঙ্ক

সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার গাড়ামাসী এলাকায় দশম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন। 

রবিবার গভীর রাতে বেলকুচি পৌরসভার গাড়ামাসী এলাকায় কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন বরের বাড়ীতে কনে ভাংগাবাড়ী ইউনিয়নের আদাচাকী গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে বেলকুচি পৌরসভার গাড়ামাসী এলাকার হোটেল কর্মী (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। 

কনে  অপ্রাপ্তবয়স্কা ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করেন এবং কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। বাল্যবিয়ে বন্ধে সহযোগিতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য