সিরাজগঞ্জে ফিটনেস সনদ না থাকায় জরিমানা করেছে ভ্রামমান আদালত

  • আবীর হোসাইন শাহীন, (সিরাজগঞ্জ):
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ ০১:০৩:০০
  • কপি লিঙ্ক

করোনার প্রাদুর্ভাব ও সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক নিষেধাজ্ঞা অমান্য করে প্রয়োজন ছাড়া অকারণে ঘরের বাইরে ঘোরাফেরা করা,হেলমেট বিহীন  মোটরসাইকেল  পরিচালনা করার ৩ জনকে জরিমানা  করেছে  ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  বিকালে জেলা প্রশাসনের দুই  সহকারী  কমিশনার  ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন ভূঞা জনী' এবং  ফয়সাল  আহমেদ  যৌথ  নেতৃত্বে ভ্রাম্যমাণ  আদালত পরিচালিত  হয়।

অভিযানে সহয়তা করেন মোটরযান  পরিদর্শক  মোঃ মেহেদী  হাসান  ও  বঙ্গবন্ধু  পশ্চিম থানার পুলিশ সদস্যরা। ভ্রাম্যমাণ  আদালতে  সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  বিকালে  বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকার মহাসড়কে অভিযান চালিয়ে ৩ জনকে ২ হাজার  ৭ শত ভ্রাম্যমাণ আদালত জরিমানা   করেছে। 

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন  নির্দেশ  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে  জানান  জেলা প্রশাসনের দুই  সহকারী  কমিশনার।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য